মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বিবৃতি দিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন শিক্ষার্থী, ২ জন শিক্ষক ও ২ জন অভিভাবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা।


আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে একটি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


বিবৃতিতে বলা হয়, গত ২১ জুলাই ২০২৫, দুপুর ১টা ১২ মিনিট থেকে ১টা ১৪ মিনিটের মধ্যে রাজধানীর ডিয়াবাড়িস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয় একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান। এতে গুরুতর আহত হয়েছেন ৫১ জন, যাদের মধ্যে রয়েছেন ৪০ শিক্ষার্থী, ৭ জন শিক্ষক, ১ জন অভিভাবক, ১ জন আয়া ও ১ জন পিয়ন। এখনও নিখোঁজ রয়েছেন ৩ জন শিক্ষার্থী ও ২ জন অভিভাবক।


মাইলস্টোন কর্তৃপক্ষ জানায়, ২২ জুলাই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত ও আহতদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিমান বাহিনী, স্বাস্থ্য অধিদপ্তর, গণমাধ্যম ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।


বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষার্থী ও সন্তান হারানোর এই চরম শোকসন্তপ্ত অবস্থায় যারা আমাদের পাশে ছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা সকলের দোয়া ও সহমর্মিতা কামনা করছি।


Post a Comment

Previous Post Next Post