নেতাকর্মী ও সমর্থকদের জন্য টেলিগ্রাম ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, দলীয় অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ছাড়া অন্যান্য সব গ্রুপ থেকে নিরাপত্তার স্বার্থে বের হয়ে যেতে হবে।


আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই নির্দেশনা দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘আওয়ামী লীগের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ছাড়া নিরাপত্তার স্বার্থে অন্যান্য সব টেলিগ্রাম গ্রুপ থেকে কর্মীরা Leave করুন।’


আওয়ামী লীগের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে জামায়াত-বিএনপির কর্মী এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সদস্যরা সক্রিয়ভাবে নেতাকর্মীদের আলাপ-আলোচনা ও মোবাইল নম্বর সংগ্রহ করছেন। এ কারণে দলীয় তথ্য ও যোগাযোগের নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।


দলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ এখন অনলাইনভিত্তিক প্রচার-প্রচারণা এবং সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক, টেলিগ্রাম, ইউটিউব ও এক্স (সাবেক টুইটার) চ্যানেলেই কেবল নির্ভরযোগ্য তথ্য প্রকাশিত হবে। এ ছাড়া অন্য কোনো মাধ্যমে পাওয়া তথ্য যাচাই না করে বিশ্বাস না করার নির্দেশনাও দেওয়া হয়েছে।


Post a Comment

Previous Post Next Post