রাশিয়ার দূরপ্রাচ্যে (পূর্বাঞ্চল) একটি আন্তোনভ এএন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) ‍বিধ্বস্ত হওয়া বিমানটিতে থাকা ক্রুসহ প্রায় ৫০ জন আরোহীর সবাই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।


রুশ জরুরি সেবা কর্মকর্তারা জানান, সোভিয়েত আমলে নির্মিত প্রায় ৫০ বছর পুরোনো বিমানটির ধ্বংসাবশেষ একটি হেলিকপ্টার থেকে শনাক্ত করা হয়। দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বিমানটি ঘন জঙ্গলের মধ্যে বিধ্বস্ত হয়েছে। ভিডিওটি একটি হেলিকপ্টার থেকে ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


বিমানটির পেছনের সিরিয়াল নম্বর অনুযায়ী এটি ১৯৭৬ সালের তৈরি। এটি পরিচালনা করছিল সাইবেরিয়াভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্স। ফ্লাইটটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিন্দা শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে গন্তব্যের কাছে পৌঁছানোর আগেই এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।


আঞ্চলিক গভর্নর ভ্যাসিলি অরলোভ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিমানটিতে ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাঁচজন শিশু, এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। তবে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আরোহীর সংখ্যা প্রায় ৪০ জনের মতো হতে পারে।


রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমানটির ধ্বংসাবশেষ তিন্দা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে একটি পাহাড়ি এলাকায় পাওয়া গেছে।


জরুরি বিভাগের কর্মকর্তা ইউলিয়া পেতিনা টেলিগ্রামে জানান, রোস্যাভিয়াতসিয়ার একটি এমআই-৮ হেলিকপ্টার অনুসন্ধান অভিযানে বিমানটির জ্বলন্ত দেহাবশেষ শনাক্ত করেছে। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলের দিকে এগিয়ে যাচ্ছে।


এ ঘটনায় রাশিয়ার কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।


Post a Comment

Previous Post Next Post