রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের মিছিলের সময় তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। শনিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে অরিজিনাল ১০ নম্বর এলাকায় এই ঘটনা ঘটে।
আটক তিনজন হলেন—মো. জাকির (৩৪), মো. ইমরান হোসেন (২৮) ও মো. ইউসুব খান (৪০)। পরে তাদের পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে পল্লবীর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা ‘বিকল্প পরিবহনের’ একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, বাসে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়, আর মিছিল থেকে ধরা তিনজন সেই ঘটনায় জড়িত থাকতে পারেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্তে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান জানান, বাসে আগুন লাগানোর খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পুরো বাস পুড়ে যায়। ঘটনাটিকে নাশকতা হিসেবে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
Post a Comment