কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার সময়কার নাটকীয় মুহূর্তগুলোর বর্ণনা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি তুলে ধরেন কীভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আগেভাগেই সতর্ক হয়েছিল, ঘাঁটি খালি করেছিল এবং নিখুঁতভাবে সব ক্ষেপণাস্ত্র ঠেকিয়েছিল।


ট্রাম্প বলেন, "আমাদের সেনাবাহিনীর কাছে দুনিয়ার সবচেয়ে আধুনিক সরঞ্জাম আছে। কদিন আগেই ১৪টা ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরানিরা। তারা অবশ্য আমাদের একটু সময় দিয়েছিল। বলেছিল, 'আমরা হামলা করবো, দুপুর ১টা কি আপনাদের ঠিক আছে?' আমরা বললাম, ঠিক আছে। এরপর দ্রুত সবাইকে ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হয়, যাতে কেউ আহত না হয়। কেবল গানেরদের রাখা হয়েছিল প্রতিরক্ষা সামলাতে।"


তিনি জানান, ওই হামলায় ছোড়া ১৪টি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের একটিও ঘাঁটিতে আঘাত হানতে পারেনি। ট্রাম্প বলেন, "সবগুলো ক্ষেপণাস্ত্র আমরা আকাশেই গুঁড়িয়ে দিয়েছি। এ যেন গুলি দিয়ে গুলিকে ভেঙে দেওয়া—এতটাই নিখুঁত প্রযুক্তি। আমি জিজ্ঞেস করলাম, ‘তোমরা কি সব সময় এমন পারো?’ তারা বলল, ‘হ্যাঁ স্যার, এটা আমাদের প্রতিদিনের কাজ।’”

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় পাল্টা হামলা চালানোর পর ইরান জানায়, কাতারের আল উদেইদ ঘাঁটিতেই তারা লক্ষ্য স্থির করেছিল, কারণ এটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর মূল কমান্ড সেন্টার এবং একটি কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি।


Post a Comment

Previous Post Next Post