বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে সহিংসতার পেছনে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে ভারত। খবর টাইমস অব ইন্ডিয়ার।


এই জেলায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি খাগড়াছড়িতে বেশ সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনার বিষয়ে গত সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, খাগড়াছড়িকে অশান্ত করার পেছনে ভারত বা ফ্যাসিস্টের ইন্ধন আছে।


এই অভিযোগ অস্বীকার করে শুক্রবার (৩ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, ‘আমরা এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ প্রত্যাখ্যান করছি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইন ও শাসন বজায় রাখতে পারছে না। তাদের ব্যর্থতার দায় অন্যদিকে সরিয়ে দেয়া এ সরকারের অভ্যাস।’


উল্টো ভারতীয় এ কূটনীতিক অভিযোগ করেন, পাহাড়ি সংখ্যালঘুদের ওপর নির্যাতন এবং তাদের ভূমি দখল করছে কথিত উগ্রবাদীরা।


প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তিনজনকে অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা করেন। পরদিন ২৪ সেপ্টেম্বর সন্দেহভাজন শয়ন শীলকে (১৯) গ্রেফতার করে পুলিশ।


এই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িসহ ৩ পার্বত্য জেলায় অশান্তি ছড়িয়ে পড়ে। তবে মেডিকেল প্রতিবেদন অনুযায়ী, ওই কিশোরীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া যায়নি।


Post a Comment

Previous Post Next Post