সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় মোজাম আলী (৭০) নামের এক বৃদ্ধ মুসুল্লীকে তুলে নিয়ে মারধর ও আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ তাকে উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (৩ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের কালিদাসনিলী গ্রামে। ভুক্তভোগী মোজাম আলী ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, নামাজ শেষে মসজিদ থেকে বের হলে একই গ্রামের আলাল (৩৫), আব্দুল মোন্নাফ (৩৬), শামসুল হক (৪০) ও শিহাব উদ্দিন (৩২) মিলে তাকে আটকায়। তারা অভিযোগ করে, মোজাম আলীর প্রবাসী ছেলের কাছে তাদের সুদে দেওয়া ৫০ হাজার টাকা পাওনা রয়েছে। বৃদ্ধ বিষয়টি অস্বীকার করলে তারা লাঠি দিয়ে আঘাত করে এবং টেনে-হিঁচড়ে আলালের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে।
পরে মোজাম আলীর পরিবারের সদস্যরা থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) মো. আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment