চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওবায়দুল্লাহ নামের এক যুবক। ছেলের দুর্ঘটনার খবর শুনেই স্ট্রোক করে মারা গেছেন তার মা হাসিনা খাতুন।


শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ির আনোয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।


পরিবার সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সে করে অসুস্থ মা হাসিনা খাতুনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে যাচ্ছিল পরিবারের সদস্যরা। পেছনে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ছেলে ওবায়দুল্লাহ। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে বেপরোয়া গতিতে ঢুকে পড়ে ওবায়দুল্লাহর মোটরসাইকেল। এ সময় তিনিসহ দুজন গুরুতর আহত হন। ওবায়দুল্লাহর দুর্ঘটনার খবর শুনে পথেই স্ট্রোক করেন হাসিনা খাতুন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নাজিরহাট হাইওয়ে থানার ওসি মো. সাহাবুদ্দিন কালবেলাকে বলেন, কাভার্ডভ্যানের চালক গাড়ি রেখে পালিয়েছেন। দুর্ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহতদের পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি করেছে।


Post a Comment

Previous Post Next Post