সম্মান জোর করে আদায়যোগ্য নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজের ভাবনার কথা তুলে ধরেন।


পোস্টে তিনি বলেন, সম্মান জোর করে অর্জন করার বিষয় নয়। আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন, আবার যাকে ইচ্ছা অপমানিত করেন। আমরা মহান আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম। 


তিনি আরও বলেন, আমাদের রব সন্তুষ্ট হয়ে এই দুনিয়ায় যতটুকু সম্মান দিতে চান, বান্দা হিসেবে সেটাই যথেষ্ট। তবে পৃথিবীর সবকিছুর বিনিময়ে হলেও তিনি যেন আখেরাতে আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন, তার জান্নাতে কবুল করেন, আমীন।


Post a Comment

Previous Post Next Post