মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের নিয়ে মানুষের মনে উদ্বেগ ও অস্পষ্টতা রয়েছে। এ নিয়ে বিভিন্নজন বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছেন। এ ইস্যুতে কথা বললেন দেশের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন তথাকথিত ‘লাশ গুম’ বিতর্ক নিয়ে।

প্রিন্স মাহমুদের কথায়, ‘যেসব অভিভাবকেরা সন্তানের লাশ পায়নি, তাদের তালিকা দেন। লাশ গুম হইছে বুঝলাম, অভিভাবকরাও কি গুম হয়ে গেছে?


কেন এ ধরনের ফেসবুক পোস্ট দিলেন, এ প্রসঙ্গে প্রিন্স মাহমুদ প্রথম আলোকে বললেন, ‘বিমান দুর্ঘটনার প্রথম দিন কিছুটা সমন্বয়হীনতা ছিল। প্রথমে হয়তো ঘটনার ভয়াবহতা সবাই উপলব্ধি করতে পারেননি। এমন ঘটনায় হয়তো সবাই হতভম্ব হয়ে গেছেন; কিন্তু গতকাল তো মৃত, আহতসহ সবার হিসাব তো দেওয়া যেত। আমার কাছে মনে হয়েছে, সমন্বয়হীনতা রয়েই গেছে। যে ঘটনা ঘটেছে, এ নিয়ে মানুষের উদ্বেগ–উৎকণ্ঠা কাজ করবে—এটাই স্বাভাবিক। আবার এটাকে ঠিকঠাকভাবে মোকাবিলা করাটাও রাষ্ট্র এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। আমি সে কারণে দুর্ঘটনায় আহত ও নিহত সবার তালিকা ঠিকঠাকভাবে দিতে বলেছি।’


এদিকে গতকাল প্রিন্স মাহমুদ আরেক পোস্টে রাজনীতিবিদদের সমালোচনা করে লেখেন, ‘আজ রাজনৈতিক দোকান বন্ধ রাখেন, চ্যালা–চামুণ্ডা নিয়ে হাসপাতালে যায়েন না। এইবার অন্তত মাফ করেন। কাজের মানুষদের কাজ করতে দেন। পারলে চেহারা না দেখায় পেছনে বসে সাহায্য করেন…।’


সোশ্যাল মিডিয়ায় বহুদিন ধরে সক্রিয় থাকা প্রিন্স মাহমুদ এর আগেও জাতীয় নানা ইস্যুতে তাঁর অবস্থান জানিয়ে আসছেন। গত বছরে আওয়ামী সরকার পতনের বৈষম্যবিরোধী গণ–অভ্যুত্থানেও সক্রিয় ছিলেন তিনি।


Post a Comment

Previous Post Next Post