ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। মঙ্গলবার (২৪ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে ইশরাক হোসেন বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও আসিফ ভূঁইয়াকে বলব, প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালায় দেন। কিন্তু আমার পক্ষে দাঁড়ানোর জন্য আর একজনের বুকে ছুরি চালাবেন না।’
এর আগে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে ইশরাক অভিযোগ করেন, নগর ভবনে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, 'এই হামলা নাগরিক সেবা ব্যাহত করে আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ। যারা এতে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা উচিত।'
ইশরাক দাবি করেন, আন্দোলনকারীদের অনুরোধে নাগরিক সেবা চালুর উদ্যোগ নেওয়ার পর থেকেই প্রতিপক্ষরা ষড়যন্ত্র শুরু করে। দুই দিন ধরে নির্বিঘ্নে সেবা কার্যক্রম চলায় নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছিল, যা প্রতিপক্ষ মেনে নিতে পারেনি।
তিনি আরও বলেন, 'আজ আমার নামে স্লোগান দিয়ে অস্ত্রধারীরা নগর ভবনে প্রবেশ করে আন্দোলনের সামনের সারিতে থাকা নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এর মাধ্যমে একদিকে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, অন্যদিকে আন্দোলন দমন করতে হুমকির বার্তা দেওয়া হয়েছে।'
ইশরাক হামলাকারীদের ‘ফ্যাসিস্টদের দোসর’ উল্লেখ করে বলেন, এই হামলা শান্তিপূর্ণ নাগরিক উদ্যোগ ও ন্যায্য দাবিকে দমন করার একটি ন্যক্কারজনক অপচেষ্টা।
Post a Comment