জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তপশিল ঘোষণার পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে দেশের বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।


বিএনপি সন্তুষ্ট জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘তপশিল ঘোষণায় বিএনপি সন্তুষ্ট। নির্বাচন সুষ্ঠু করার দায়িত্ব নির্বাচন কমিশনের।’


ইসির উদ্দেশে তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা বিএনপিকে আশ্বস্ত করেছে। বলেন, নির্বাচন কমিশন, সরকার ও রাজনৈতিক দল প্রমাণ করেছে তারা সত্যিকার অর্থে নির্বাচন চায়।’


নির্বাচন কমিশন গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে’ মন্তব্য করে সব প্রার্থী এই নির্বাচনকে উৎসবে পরিণত করবে বলেও জানান তিনি।


জোটের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিলেন, তাদের নিয়েই নির্বাচন করব।


তিনি বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে চায় দল। নির্বাচন হবে না, এমন কোনো আশঙ্কা নেই আমার। নির্বাচন হবে কি হবে না, সেটাতেও ভুগছি না। নির্বাচন হতেই হবে এবং সেটা ঘোষণা হয়েছে এবং আশা করি নির্বাচন হবে।


Post a Comment

Previous Post Next Post