পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির ফেডারেল সরকার বৃহস্পতিবার তাকে এ পদে নিয়োগ দিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাঠানো সারসংক্ষেপ অনুমোদনের পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাকে এই পদে এই নিয়োগ দেন।


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, ফিল্ড মার্শাল পদে উন্নীত আসিম মুনির পরবর্তী পাঁচ বছর সেনাবাহিনীর প্রধান (সিওএএস) হিসেবেও দায়িত্ব পালন করবেন।


পাকিস্তানের দাবি অনুযায়ী, মে মাসের যুদ্ধে ভারতের বিরুদ্ধে ‘বিজয়’ অর্জনের পর জেনারেল মুনিরকে ফিল্ড মার্শাল করা হয়। দেশটিতে ছয় দশকের বেশি সময় পর প্রথমবারের মতো এমন সম্মাননা অর্জন করেছেন তিনি।


নিয়োগের ঠিক আগমুহূর্তে রাষ্ট্রপতি ভবনে সাংবাদিকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে তিনি বলেন, সবকিছু ঠিক আছে, উন্নতির দিকেই যাচ্ছে। এখান থেকে পাকিস্তান আরও উচ্চতায় উঠবে।


অন্যদিকে প্রেসিডেন্ট জারদারি এয়ার চিফ মার্শাল জাহির আহমদ বাবর সিদ্দুর মেয়াদ আরও দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তার বর্তমান মেয়াদ শেষ হবে মার্চ ২০২৬-এ। প্রেসিডেন্টের দপ্তরের বিবৃতি অনুযায়ী, দুজন শীর্ষ সেনা কর্মকর্তাকেই সফল মেয়াদ কামনা করে শুভেচ্ছা জানান তিনি।


জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান আর্মি, এয়ার ফোর্স ও নেভি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৫ অনুমোদনের পর দেশটির সামরিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এসেছে। এরমধ্যে চেয়ারম্যান জয়েন্ট চিফস অব স্টাফ কমিটি (সিজেসিএসসি) পদ বাতিল করা হয়েছে।


সংশোধিত আইনে আরও বলা হয়েছে, ফিল্ড মার্শালের ক্ষমতা নির্ধারণকারী সংবিধানের ২৪৩ অনুচ্ছেদ এখন ওই পদে উন্নীত যেকোনো জেনারেলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। প্রয়োজনে সরকার ভাইস চিফ বা ডেপুটি চিফকে সিওসএফের ক্ষমতা প্রয়োগের দায়িত্ব দিতে পারবে। ২৭তম সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সিজেসিএসসি পদ বিলুপ্ত হয় এবং জেনারেল (অব.) সাহির শামশাদ মির্জা ছিলেন এ পদের শেষ কর্মকর্তা।


Post a Comment

Previous Post Next Post