ভূমিকম্প আতঙ্কে আতঙ্কিত হয়ে কিছু সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী আহত হওয়াতে আগামীকাল রোববার (২৩ নভেম্বর) ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে বলা হয়, ভূমিকম্প জনিত কারণে কিছু সংখ্যক শিক্ষার্থী আহত হওয়ায় ও শিক্ষক শিক্ষার্থী আতঙ্কিত হওয়ার কারণে আগামীকাল ২৩ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ সকল ক্লাশ ও পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে।


এর আগে গত শুক্রবার সকালে ভূমিকম্প অনুভূত হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ২১ শিক্ষার্থী আহত হন‌ এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলোর বেশ কয়েকটি ভবনে ফাটলও দেখা যায়। এছাড়া শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে অনুভূত ভূমিকম্পে ৩ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে।


Post a Comment

Previous Post Next Post