পাহাড়ি অঞ্চলে দ্রুত সেনা মোতায়েন ও প্রতি ইঞ্চি মাটি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছেন সাংবাদিক ইলিয়াছ হোসাইন। নিরাপত্তা বাড়ানোর প্রয়োজনীয়তা ও সশস্ত্র গোষ্ঠীর কার্যক্রম দমন করার যুক্তি দিয়ে সরকারের কাছে এই দাবি করেছেন তিনি।
এ বিষয়ে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক দেয়া এক পোস্টে ইলিয়াছ লিখেছেন, ‘পাহাড়ি এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে দ্রুত সেনা পাঠালে সীমান্ত-সহনশীলতা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে। স্থায়ী সেনা উপস্থিতি অবৈধ অস্ত্র ও মারাত্মক সহিংসতা রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে।’
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাতে প্রাইভেট পড়ে ফেরার পথে খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। ওই দিন রাত ১১টার দিকে অচেতন অবস্থায় একটি খেত থেকে তাকে উদ্ধার করেন স্বজনেরা। পরে ওই কিশোরীর শারীরিক পরীক্ষার পর প্রতিবেদন জমা দিয়েছে মেডিকেল বোর্ড।
সেখানে ওই কিশোরীকে ধর্ষণের আলামত মেলেনি বলে জানানো হয়েছে। এরপরও এই ঘটনাকে কেন্দ্র করে সহিসংতায় জড়িয়ে পড়ে পাহাড়ের সন্ত্রাসীরা। এতে নিহত হয়েছেন তিনজন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বাড়িঘরে অগ্নিসহংযোগসহ ব্যবসা প্রতিষ্ঠানে চলে হামলা ভাঙচুর।
এসব ঘটনার প্রেক্ষিতে পাহাড়ে সেনা উপস্থিতি বাড়ানোর প্রতি জোর দিয়েছেন প্রবাসী সংবাদিক ইলিয়াছ হোসাইন।
Post a Comment