দিনাজপুর-৬ আসন বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট শাখার উদ্যোগে বাংলাদেশ খেলাফত মজলিস এর রিক্সা প্রতীকের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় দিনাজপুর জেলার বিরামপুর পাইলট স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত প্রার্থী দিনাজপুর-৬ মুফতি নুরুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লমা মামুনুল হক রিক্সা মার্কায় ভোট চেয়ে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, জুলাই সনদের আগে যদি নির্বাচী নীল নকশা করা হয় তাহলে বাংলার জনগণ রাজপথ ছাড়বে না।
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনাজপুর জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ, বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর-৬ আসন বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট উপজেলার খেলাফত মজলিসের সকল সভাপতি, সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ অনেকে উপস্থিত ছিলেন।
অপরদিকে, রাত ৯টায় ঘোড়াঘাট উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম হেলিপ্যাড মাঠে সামাজিক সংগঠন সীরাতে মুস্তাকিম পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

Post a Comment