ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বিভিন্ন কাউন্সিলরদের ডেকে থ্রেট দিয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।


বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচনে সরকারের যে হস্তক্ষেপ, ক্রীড়া উপদেষ্টা যে সরাসরি হস্তক্ষেপ করেছেন সেটার প্রত্যেকটির প্রমাণ রয়েছে। আমি শুনে অবাক হয়েছি ক্রীড়া উপদেষ্টা বিভিন্ন কাউন্সিলরদের ডেকে থ্রেট দিয়েছেন। অনেক কাউন্সিলররাই আমাকে ফোন করে বলেছেন, আমাদের ডেকে নিয়ে এই ধরনের থ্রেট করছেন। যেটা আমরা কখনোই চিন্তাও করিনি।’


নির্বাচনের কলকাঠি যারা নেড়েছেন, তাদের বিরুদ্ধে অবৈধ আর্থিক লেনদেনের আভিযোগও তোলেন আমিনুল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ক্রিকেট বোর্ড হচ্ছে বাংলাদেশের সবার। ক্রীড়া উপদেষ্টা নিজে এই ক্রিকেট বোর্ডকে তার ব্যক্তির করে নিয়েছেন। তিনি বলেছেন, ‘যে কোনো মূল্যে তিনি বুলবুল ভাইকে সভাপতি করবেন।’ সরকারের এমন হস্তক্ষেপ ক্রিকেটপ্রেমীরা মনে হয় না সাধারণভাবে তা মেনে নেবে। আমার কাছে যতটুকু তথ্য আছে, এখানে আর্থিক লেনদেনও হয়েছে। আর্থিক লেনদেনের মাধ্যমে যদি বোর্ডের পরিচালক নির্বাচিত করা হয় তাহলে তাদের হাতে বাংলাদেশের ক্রিকেট কতটুকু ভালো থাকবে এটা নিয়ে আমার মতো সবার মনে শঙ্কা তৈরি হয়েছে।’’


উল্লেখ্য, বিসিবি নির্বাচনে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম, আর সহসভাপতির দায়িত্ব পান ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন। দুজনই নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সভায় সৌহার্দ্যের উদাহরণ হিসেবে আমিনুল জানান, সহসভাপতির পদে ফারুকের নাম তিনি নিজেই প্রস্তাব করেছিলেন, আর ফারুক প্রস্তাব করেছিলেন তার নাম সভাপতির পদে।


Post a Comment

Previous Post Next Post