ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ফাঁসির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।


রবিবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরে জেলা হেফাজতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মিছিলটি শহরের মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলী গোল চত্ত্বরে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।


জেলা হেফাজতের আমীর আল্লামা মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব উসমানীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী।


এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পৌর হেফাজতের সভাপতি মাওলানা মারুফ কাসেমী, জেলা হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শরিফ উদ্দিন আফতাবি, প্রচার সম্পাদক মাওলানা উবাইদুল্লাহ মাদানী, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ইয়াসিন আরাফাত, দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হুসেন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা ইউসুফ ভূইয়া, সহ প্রচার সম্পাদক এইচ এম সৈয়দ কাসেম প্রমুখ।


সমাবেশে বক্তারা বলেন, ২০১৬ সালে জামিয়া ইউনুছিয়ার ছাত্র হাফেজ মাসউদের হত্যাকাণ্ড এবং ২০২১ সালে মোদির বাংলাদেশে আগমন বিরোধী আন্দোলনের সময় ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে ১৬ জনকে হত্যা সহ একাধিক অপকর্মের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী রবিউল মোকতাদির চৌধুরী জড়িত ছিলেন। অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে এনে তার বিচার কার্যক্রম শুরু করে তাকে ফাঁসি দেয়ার আহব্বান জানান বক্তারা।


Post a Comment

Previous Post Next Post