চীন সরকারের আর্থিক সহযোগিতায় ২শ’৪৪ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে চলেছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ১ হাজার ৫শ’ছাত্রীর আবাসনের ব্যবস্থা হবে।


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ থেকে তা জানানো হয়েছে।


এতে বলা হয়, এই হল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এর একটি অফিসিয়াল চিঠি কয়েক মাস আগে ঢাকাস্থ চীনা দূতাবাসের মাধ্যমে চীন সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়। চীন সরকার ইতোমধ্যেই এই প্রকল্প প্রস্তাব অনুমোদন করেছে। বর্তমানে অভ্যন্তরীণ প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রক্রিয়া শেষে চীনের একটি বিশেষজ্ঞ দল ফিজিবিলিটি স্টাডির জন্য শিগগিরই ঢাকায় আসবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এই প্রকল্পের কার্যক্রম ত্বরান্বিত করতে ঢাকাস্থ চীনা দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন, বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।


Post a Comment

Previous Post Next Post