মো. ফোরকান আহমেদ জিসান, নিজেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ‘ইউনিয়ন সভাপতি’ দাবি করে সংগঠনটি থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। তবে সেই ইউনিয়নে শিবিরের কোনো ধরনের কমিটি নেই বলে জানান পটুয়াখালির গলাচিপা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি কাজী খায়রুল ইসলাম।


তিনি বলেন, ‘জিসান বিভিন্ন সময় জামায়াত ইসলামীর সভা-সমাবেশে অংশ নিতেন। কিছুদিন আগে আমাদের সংগঠনের সমর্থক হিসেবে যোগদান করেছেন। তিনি ইউনিয়ন কমিটি মানে আমাদের উপ-শাখার সভাপতি দাবি করেছেন কিন্তু বাস্তবে যেখানে আমাদের কোনো কমিটিই নেই। কিছুদিন আগে একজন বিএনপি নেতা প্রকাশ্যে জামায়াতে যোগদান করেন, তার প্রতিশোধ হিসেবে কেউ জিসানকে দিয়ে এধরনের কাজ করাতে পারেন। 


এ বিষয়ে গলাচিপা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. দুর্জয় রুবেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘জিসান আমাকে জানায় যে, সে ছাত্রদলে যোগ দিতে চায়। চরবিশ্বাস ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বে ছিল। আমরা তার সেক্রেটারিকেও চিনি। যেহেতু সে জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে এসেছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। পরবর্তীতে তার কার্যক্রম দেখে যোগ্য হলে সদস্য পদ দেয়া হবে।


জানা গেছে, বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ফোরকান আহমেদ জিসান ছাত্রশিবিরের রাজনীতি ছেড়ে ছাত্রদলে যোগ দেয়ার ঘোষণা দেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রায় এক বছর ধরে চরবিশ্বাস ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছি।


তবে এখন ছাত্রশিবিরের রাজনীতি থেকে সরে এসে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হচ্ছি। ছাত্রদলের রাজনীতি আমার ভালো লাগে, বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমাকে অনুপ্রাণিত করেছে। ছাত্রশিবিরের রাজনীতি আর ভালো লাগছিল না, তাই আমি পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।’


Post a Comment

Previous Post Next Post