ভারতের ওপর আবারও শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ভারতের ওপর আবারও শুল্কারোপের হুমকি ট্রাম্পের


ভারতের ওপর আবারও শুল্কারোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।



গণমাধ্যমকর্মীদের করা প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এই ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার আলোচনা হয়েছে। রাশিয়ার কাছ থেকে ভারত তেল কিনবে না বলে নিশ্চয়তা দিয়েছেন মোদি। তবে এই প্রতিশ্রুতির ব্যত্যয় হলে ভারতের ওপর আরও বড় অঙ্কের শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি।


এ সময়, ভারত এখনও রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন ট্রাম্প।

উল্লেখ্য, ওয়াশিংটন বরাবরই বলে আসছে, রাশিয়ার অপরিশোধিত তেল কেনার মাধ্যমে ভারত পুতিনকে যুদ্ধে অর্থায়নে সহায়তা করছে। পরবর্তীতে, ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশ করার পর থেকে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। অপরদিকে, ভারত মার্কিন এই পদক্ষেপকে 'অন্যায্য এবং অযৌক্তিক' বলে উল্লেখ করে।


Post a Comment

Previous Post Next Post