দেশি মসুরের ডালের কেজি ১৫০ টাকা, আমদানি করা মোটা ডাল ১১০ টাকা, ছোলার ডাল ১৪০ থেকে ১৫০ টাকা এবং মুগ ডালের কেজি ১৬০ টাকা বিক্রি হচ্ছে।
বাজারে গরুর মাংস মিলছে ৭৬০ থেকে ৭৮০ টাকা কেজি। ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১১০০ টাকা কেজি এবং ছাগি ১০৫০ টাকা কেজি।
ভোজ্যতেলের লিটার রাখা হচ্ছে ১৮৯ টাকা। পেঁয়াজের কেজি ৮০ টাকা, আমদানি রসুন ১৫০ টাকা, দেশি মাঝারি রসুন ১২০ টাকা কেজি এবং ছোট রসুন ৬০ থেকে ৮০ টাকা কেজি রাখা হচ্ছে।
বাজারে চড়া দামে কোনো অনুভূতি-অভিযোগ নেই মিরপুর-২ নম্বরে বাজার করতে আসা আমিরুল ইসলামের। তিনি পাল্টা প্রশ্ন করলেন, লাভ কী! বাজার করা লাগে, বরং নিজেই বাজারে গিয়ে বাজার পরিস্থিতি নিয়ে মতামত দিয়েন।
Post a Comment