জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে ৩৩টি পানির ফিল্টার স্থাপন করেছে শাখা ইসলামী ছাত্রশিবির।


সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ‘নিরাপদ পানি পান কর্মসূচি’র অংশ হিসেবে ক্যাফেটেরিয়া, কমনরুম ও বিভিন্ন বিভাগে এসব ফিল্টার বসানো হয়।


শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুল আলীম আরিফ বলেন, 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার সূচনালগ্ন থেকেই অবহেলিত। এখনো প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। এই কারণেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি, যা আজ থেকে চালু থাকবে।'


শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, 'শিক্ষার্থীদের ন্যূনতম প্রয়োজন পূরণের দায়িত্ব প্রশাসনের হলেও তারা খুবই সীমিত সংখ্যক ফিল্টার স্থাপন করেছে, যা প্রয়োজন মেটাতে যথেষ্ট নয়। এজন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে এই উদ্যোগ নিয়েছি।'


তিনি আরও জানান, পরবর্তী ধাপে ছাত্রী হলে একটি ঠান্ডা পানির ফিল্টার বসানো হবে। পাশাপাশি ছাত্রীদের কাপড় শুকানোর সমস্যা দূর করতে একটি ওয়াশিং মেশিন এবং স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন স্থাপনের পরিকল্পনা রয়েছে সংগঠনের।


সংবাদ সম্মেলনে শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Post a Comment

Previous Post Next Post