ঢাকা কাস্টম হাউস থেকে প্রায় তিন লাখ পিস জাল ব্যান্ডরোল আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই বিশাল জালিয়াতির ঘটনা ধরা পড়েছে।


কাস্টম হাউসের এয়ারফ্রেইটের দুই নম্বর গেট থেকে এই জাল ব্যান্ডরোল আটক করেছেন কাস্টম হাউসের কর্মকর্তারা।


এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কাস্টম হাউসের কমিশনার মশিউর রহমান কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাল ব্যান্ডরোল আটক করা হয়েছে। ইতোমধ্যে আমরা ইনভেন্ট্রি শুরু করেছি।


এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান মশিউর রহমান।


Post a Comment

Previous Post Next Post