জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদ্য ঘোষিত মওলানা ভাসানী হলের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটি।
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবুর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক এক জরুরি সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
রবিবার (১০ আগস্ট) সকালে জাবি শাখার সহদপ্তর সম্পাদক জহিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত মোতাবেক ভাসানী হল শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হল। অতি শীঘ্রই নিয়মিত শিক্ষার্থীদের মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করা হবে।'
এর আগে গত ৮ আগস্ট জাবি শাখা ছাত্রদল ১৭ টি হল ও একটি অনুষদে কমিটি ঘোষণা করে।
Post a Comment