মক্কার মসজিদুল হারামে শুরু হয়েছে ৪৫তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন বিশ্বজয়ী হাফেজ বশির। প্রতিযোগিতায় অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেছেন হাফেজ বশির ও তার ওস্তাদ শায়খ নেছার আহমাদ আন নাছিরী।


হাফেজ বশির ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষার্থী। এর আগে গত বছর ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি।


সৌদি আরবের ইসলাম বিষয়ক দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়ের আয়োজনে শনিবার থেকে মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত হচ্ছে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪৫তম আসর।


বিশ্বের ১২৮টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন এতে। ৪৫ বছর থেকে শুরু হওয়া কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক দেশ অংশগ্রহণ করছে।


ইসলাম বিষয়ক দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রী শাইখ আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল আশ-শায়খ পবিত্র কুরআনের প্রতি অব্যাহত সমর্থনের জন্য বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করেছেন।


তিনি বলেন, বিশ্বের অন্যতম প্রধান আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার আয়োজন করতে পেরে মন্ত্রণালয় গর্বিত। প্রতি বছর এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশের হাফেজরা একত্রিত হন মক্কায়। কোরআনের সেবায় সৌদি আরবের প্রতিনিধিত্ব করছে এই প্রতিযোগিতা।


Post a Comment

Previous Post Next Post