ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন, শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের নানা সমালোচনা থাকলেও সামগ্রিক বিবেচনায় দেশ সঠিক পথেই চালিত হচ্ছে বলে আমরা মনে করি। তবে সন্ত্রাস দমনে ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের ব্যর্থতা প্রকট আকার ধারণ করেছে। এটা অন্তর্বর্তী সরকারের সব অবদান ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছে। এখনো যদি সরকার সন্ত্রাস দমনে কঠোর না হয়, তাহলে আসন্ন নির্বাচনও অনিশ্চিত হয়ে পড়বে। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।


ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ভয়ংকর পরিস্থিতির ভেতর দিয়ে গেছে, সেটা সত্য। কিন্তু এক বছর যথেষ্ট সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুনরুদ্ধার করার জন্য। পুলিশের পোশাক পরিবর্তনসহ সামগ্রিক সংস্কারের কথা শুরুতে আলোচিত হলেও সেটা করা হয়নি। পুলিশের বেশিরভাগ সদস্য ফ্যাসিবাদের সময়ে নিয়োগপ্রাপ্ত হওয়া সত্ত্বেও এবং তাদের থেকে অব্যাহত অসহযোগিতা সত্ত্বেও পুলিশ বাহিনীতে বড় ধরনের কোনো সংস্কার করা হয়নি। দাগী আসামিদের শুধু চাকরিচ্যুত করা হয়েছে, তাও সংখ্যায় বেশি নয়। ফলে জনপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে ফ্যাসিবাদের দোসররা বহাল তবিয়তে আছে। সে কারণেই আইনশৃঙ্খলার কোনো উন্নতি হয়নি। বরং ভয়ংকর নির্মমতায় ব্যবসায়ী ও সাংবাদিক হত্যার ঘটনা ঘটেই চলেছে। এমন পরিস্থিতিতে উৎসবমুখর নির্বাচন করার যে আশাবাদ প্রধান উপদেষ্টা ব্যক্ত করেছেন, সেই আশায় গুড়ে বালি পড়বে বলেই ধরে নেওয়া যায়।


Post a Comment

Previous Post Next Post