নিজের ফেরিফাইড ফেসবুক প্রোফাইলে শেখ মুজিব ও তার পরিবারের সদস্যদের ছবি দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।


আওয়ামী লীগের সাবেক এমপি ও জাতীয় ক্রিকেট দলের সাবেক এই ক্যাপ্টেন ১৫ আগস্ট, শুক্রবার সকাল ১০ টায় তার ফেসবুকে লাল-কালো ফটো কার্ডে এই শ্রদ্ধা জানান। সেখানে শেখ মুজিব কে ‘জাতির পিতা’ সম্বোধন করে সাকিব ৭৫-এর ১৫ই আগস্ট মুজিব ও শেখ পরিবারের নিহত সদস্যদের শহীদ উল্লেখ করে তাদের শ্রদ্ধা নিবেদন করেন।


২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক সাকিব আল হাসান গত এক বছর নানা সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এলেও আওয়ামী লীগের দলীয় কোনো বিষয়ে মন্তব্য করেননি। দেশে না থাকায় অংশগ্রহণ করতে পারছেন না ক্রিকেটেও।


জাতীয় দলের খেলোয়াড় থাকা অবস্থায় ২৪ এর একতরফা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব আল হাসান। ছাত্রজনতার আন্দোলনে হাসিনা পতনের পর থেকে পলাতক সাকিবের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা হয়েছে এরইমধ্যে।


Post a Comment

Previous Post Next Post