বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন। গতকাল সোমবার দিবাগত রাত দুইটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর ব্যক্তিগত আইডিতে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি।


ওই পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে এনসিপি ও এর ছাত্র কিংবা যুব উইংয়ের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এমন সময় রাশেদ খান পদত্যাগের ঘোষণা দিলেন। পদত্যাগের কারণ জানতে আজ মঙ্গলবার সকালে রাশেদ খানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।


গত বছরের ২৬ নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক ও জেসিনা মুর্শিদকে সদস্যসচিব করে ১০১ সদস্যের যশোর জেলা কমিটি অনুমোদন দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় পরিষদ। এই কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে জেলা কমিটির অনেকের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ এনে পদত্যাগ করেন যুগ্ম আহ্বায়ক-১ মাসুম বিল্লাহ। ছাত্রলীগের নেতা–কর্মীদের পুনর্বাসন করা হয়েছে অভিযোগ তুলে এক সপ্তাহের মধ্যে আরও সাত নেতা পদত্যাগ করেন।


সর্বশেষ চলতি বছরের ৫ ফেব্রুয়ারি উপজেলা কমিটি গঠনে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সদস্যসচিব জেসিনা মুর্শিদের পদ স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। এ ছাড়া বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ও জেলার শীর্ষ নেতাদের বিরুদ্ধে নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ ওঠায় অনেক নেতা–কর্মীরা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন। কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচিতেও নেতা–কর্মীদের উপস্থিতি কম।


Post a Comment

Previous Post Next Post