সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা, চরভদ্রাসন) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা এবং সাবেক সংসদ চৌধুরী নিক্সনের ছবিসংবলিত একটি পোস্টার ছড়িয়ে পড়েছে।


পোস্টারে দেখা গেছে—শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও সাবেক এমপি নিক্সনের ছবির পাশাপাশি রয়েছে খেলাফত মজলিস প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লার ছবি।


পোস্টারটি কে বা কারা প্রকাশ করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি উদ্দেশ্যমূলকভাবে প্রচারিত কি না, তা নিয়েও উঠছে নানা প্রশ্ন।


এ বিষয়ে খেলাফত মজলিস প্রার্থী মো. মিজানুর রহমান মোল্লা মোবাইল ফোনে কালবেলাকে জানান, আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে একটি মহল আমার ছবি ব্যবহার করে এসব পোস্টার প্রচার করছে। আমি কোনোদিন নিক্সন চৌধুরী বা আওয়ামী লীগের কর্মী ছিলাম না।


Post a Comment

Previous Post Next Post