বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অশালীন কটুক্তি, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বোমা হামলা এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীর ডেমরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বেলা ১১টায় ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি স্টাফ কোয়ার্টার থেকে শুরু হয়ে রামপুরা রোডের উর্মী গার্মেন্টস হয়ে পুনরায় স্টাফ কোয়ার্টারে গিয়ে শেষ হয়।
ডেমরা থানা বিএনপির ব্যানারে আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা-৫ আসনের বিএনপির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব নবী উল্লাহ নবী। সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির আহ্বায়ক পদপ্রার্থী এস. এম. রেজা চৌধুরী সেলিম এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব পদপ্রার্থী মো. আনিসুজ্জামান। এতে উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্র দল, ৬৬ থেকে ৭০ নম্বর ওয়ার্ড বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, কৃষক দল, তাতী দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় রেজা চৌধুরী সেলিম এবং আনিসুজ্জামান বলেন, দেশনায়ক তারেক রহমানকে কটুক্তি, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে হত্যার হুমকি ও দলীয় কার্যালয়ের সামনে বোমা হামলা একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। এ ধরনের সন্ত্রাসী তৎপরতা চালিয়ে বিএনপির জাতীয় নেতৃত্বকে দমন করা যাবে না বলেও মন্তব্য করেন তারা।

Post a Comment