ড. ইউনূসের জায়গায় অন্য কেউ সরকারপ্রধান হলে ৩ মাসও টিকতে পারতো না বলে মন্তব্য করেছেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
ড. ইউনূসকে লক্ষ্য করে তিনি আরও বলেন, ক্ষমতায় অন্য কেউ থাকলে মানবাধিকার লঙ্ঘন হলে সেটা জাতিসংঘ পর্যন্ত আলোচনা হতো। কিন্তু, এখন সেটা হয়না। কেন হয়না? কারণ- একটা সুযোগ আমরা পাচ্ছি, একজন বিশেষ লোক যার সঙ্গে আন্তর্জাতিক মহলের ভাল সম্পর্ক আছে।
ভিডিও লিংক: https://www.facebook.com/watch/?v=1424063308903555&rdid=pcSeYKUKBW9wETPS
Post a Comment