গাজা সিটিতে চার সপ্তাহ ধরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা অস্ট্রেলীয় নার্স ক্রিস্টি ব্ল্যাক সেখানে দেখা মানবিক বিপর্যয়ের করুণ চিত্র তুলে ধরেছেন।

আল জাজিরাকে তিনি বলেন, “আমরা ভেবেছিলাম কী দেখবো তা বুঝে এসেছি, কিন্তু বাস্তব পরিস্থিতি যতটা ভয়াবহ, তা আগে কল্পনাও করিনি। আমরা দেখছি, শিশুরা খাবারের খোঁজে ময়লার স্তূপে ঘাঁটছে… নয় বা দশ বছর বয়সী শিশুরা দেখাচ্ছে যেন দুই বছরের মতো।”

তিনি আরও জানান, অপুষ্টির কারণে আহতদের ক্ষত ভালো হচ্ছে না এবং গাজা শহর ও আশেপাশে ব্যাপকভাবে বোমা বর্ষণের কারণে শ্বাসজনিত রোগ বেড়েই চলেছে।


“এখানে অবস্থা সত্যিই ভয়াবহ,” বলেন ব্ল্যাক। “বিশ্বের কোনো স্বাস্থ্যসেবা ব্যবস্থা হয়তো এই পরিস্থিতির মোকাবিলা করতে পারবে না।”


তবে তিনি গাজার স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করেন। বলেন, “তারা প্রতিদিন নিজেদের সর্বশক্তি দিয়ে যতটুকু সম্ভব ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন। আমাদের সহকর্মীরা সত্যিই অসাধারণ।”

Post a Comment

Previous Post Next Post