মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। তিনি এই দুই নেতাকে আল্লাহ'র শত্রু বলে আখ্যা দিয়েছেন। খবর এনডিটিভির। 

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ফতোয়া জারি করে ইরানের এই ধর্মীয় নেতা বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে ইসলামিক প্রজাতন্ত্রের (ইরান) নেতৃত্বকে হুমকির মুখে ফেলার জন্য আমেরিকান ও ইসরায়েলি নেতাদের উৎখাত করার আহ্বান জানান। 

শিরাজি তার ফতোয়ায় বলেন, যেকোনো ব্যক্তি বা শাসক ইসলামী নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, তিনি ‘যুদ্ধবাজ’ বা ‘মোহারেব’ হিসেবে বিবেচিত হবেন।  

ফক্স নিউজ বলছে, ‘মোহারেব’ শব্দটি এমন ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যিনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে। ইরানি আইন অনুযায়ী, মোহারেব হিসেবে চিহ্নিত ব্যক্তিদের মৃত্যুদণ্ড, ক্রুশবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ বা নির্বাসনের সম্মুখীন হতে হবে। 

ফতোয়ায় আরও বলা হয়েছে, মুসলিম বা ইসলামী রাষ্ট্রগুলোর পক্ষ থেকে এসব শত্রুর প্রতি যেকোনো সহযোগিতা বা সমর্থন হারাম বা নিষিদ্ধ। বিশ্বের সকল মুসলমানের উচিৎ এই  শত্রুদের তাদের কথা ও ভুলের জন্য অনুতপ্ত করা জরুরি।

গত ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে টানা ১২ দিন ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা হয়েছে। হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পরমাণু বিজ্ঞানীসহ ছয় শতাধিক নিহত হয়েছে বলে তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। 

এ ছাড়া সংঘাত চলাকালে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর গত ২৪ জুন ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি হয়েছে। যদিও এই যুদ্ধবিরতি কতদিন টেকসই হবে বলে শঙ্কা রয়েছে। 

Post a Comment

Previous Post Next Post