ফার্মেসির আড়ালে নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল বিক্রির অভিযোগে রাজশাহীর তানোরে পিতা-পুত্রসহ সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, পাঁচটি মোবাইল ফোন, পাঁচটি সিমকার্ড এবং ৪১ হাজার ৩০০ টাকা জব্দ করা হয়।


গ্রেফতারকৃতরা হলো—তানোর উপজেলার মাসিন্দা গ্রামের ময়েজ উদ্দিন (৭৩), তাঁর ছেলে মো. খোকন (৩৫), একই গ্রামের হাফিজুর (৩৫), রাইতান বড়শো গ্রামের ইসমাইল হোসেন (২৬) ও মো. ছারু খান (২৯)।


রবিবার দুপুরে রাজশাহী র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় তানোর উপজেলার কালিগঞ্জ বাজারে ময়েজ উদ্দিনের ফার্মেসিতে (ওষুধের দোকান) অভিযান চালানো হয়। অভিযানে ফার্মেসি থেকে মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে ফার্মেসির আড়ালে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।


Post a Comment

Previous Post Next Post