ফেসবুকে দেওয়া স্ট্যাটাস ঘিরে আদালত অবমাননার অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে করা আবেদন পর্যবেক্ষণসহকারে নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।


রোববার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এ আদেশ দেন। পূর্ণাঙ্গ আদেশের কপি পেলে পর্যবেক্ষণের ব্যাপারে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন আবেদনকারী আইনজীবী।


সারজিস আলমের ফেসবুকে উচ্চ আদালত সম্পর্কে দেওয়া স্ট্যাটাস ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে সারজিস আলমকে গত ২৪ মে নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন।


নোটিশের জবাব না পেয়ে সারজিস আলমের বিরুদ্ধে গত ২৮ মে এই আইনজীবী আদালত অবমাননার আবেদন করেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী জসিম উদ্দিন নিজেই শুনানি করেন।


আবেদনের ওপর ৭ জুলাই শুনানি শেষে হাইকোর্ট আদেশের জন্য আজকের দিন (রোববার) রাখেন। আদেশে আদালত বলেছেন, ‘ডিসপোসড অফ।’


আদালতে আবেদনকারী আইনজীবী জসিম উদ্দিন এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির উপস্থিত ছিলেন।


পরে আইনজীবী জসিম উদ্দিন বলেন, হাইকোর্ট আবেদনটি ডিসপোসড অফ (নিষ্পত্তি) করেছেন। পূর্ণাঙ্গ আদেশ পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর আপিল বিভাগে যাবেন বলে জানান এই আইনজীবী।


প্রসঙ্গত, গত ২২ মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিট খারিজ করে আদেশ দেন। এই আদেশের পর ফেসবুক পোস্টে এনসিপি নেতা সারজিস আলম লেখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায়, তাহলে এই হাইকোর্টের দরকার কী?’


এই পোস্টকে কেন্দ্র করে সারজিস আলমকে পাঠানো নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছিল। একই সঙ্গে নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছিল। তবে নোটিশ পাওয়ার পর ক্ষমা না চাওয়ায় সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।


Post a Comment

Previous Post Next Post